মুখ‍্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন , উনিও তাড়াননি আমিও ছাড়িনি : শুভেন্দু অধিকারী

19th November 2020 7:14 pm অনান‍্য
মুখ‍্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন , উনিও তাড়াননি আমিও ছাড়িনি : শুভেন্দু অধিকারী


নিজস্ব সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) : " আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার । সক্রিয় মেম্বার , সদস‍্য । আমি এখনো একটা মন্ত্রীসভার সদস‍্য । মুখ‍্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন । উনিও তাড়াননি আমিও ছাড়ি নি । রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে মন্ত্রীসভায় থেকে বলা যায় না । মেদিনীপুরের মানুষ , বিদ‍্যাসাগরের দেশের মানুষ আমাদের এত আন আ্যথিক‍্যাল কাজ করি না । " পূর্ব মেদিনীপুরের রামনগরে আয়োজিত সমবায় সমাবেশ মঞ্চ থেকে একথাই বললেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । এই মুহূর্তে রাজ‍্য রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তিনি । কি করবেন আদৌ দলে থাকবেন কিনা আর তা নিয়ে নানা গুঞ্জন তাঁর সাম্প্রতিক পদক্ষেপে । এদিনের সভাতেও তার ব‍্যতিক্রম নয় । মঞ্চের পিছনে বিশাল ব‍্যানারে শুধুমাত্র তার ই ছবি । কোথাও নেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর ছবি । সবথেকে উল্লেখযোগ্য এদিনের বক্তব‍্যেও কোন সময় তাঁর দল তৃণমূল কংগ্ৰেস এর নাম উচ্চারণ করেননি । মুখে আনেননি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নাম ও । একটা দল বা মুখ‍্যমন্ত্রী শব্দ উচ্চারণ করলেও কেন একবারের জন‍্য ও তৃণমূল বা মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর নাম বললেন না তা নিয়ে ফের জল্পনা । একই অবস্থানে থেকে ফের  সভা করলেন শুভেন্দু অধিকারী । তিনি আরো বলেন " বহুদলীয় গণতন্ত্র । সময় সময় রাজনৈতিক মতান্তর বিভেদ হয় , বিভেদ থেকে বিচ্ছেদ ও হয় । কিন্তু যতক্ষন নিয়ন্ত্রকরা তাড়ায়নি , আমিও ছাড়ি নি ততক্ষন কথা বলা যায় না । একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা ন ই " । ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব‍্য এর শেষ অংশে বিশেষ উল্লেখযোগ্য । উপস্থিত সকলের উদ্দেশ‍্যে বলেন " আমি যখন কোভিডে আক্রান্ত হয়েছিলাম তখন যেভাবে আপনারা সবাই প্রার্থনা করেছিলেন আগামীদিনে সেভাবে পাশে পাবো তো ? " সমবেত উল্লাসে পাশে আছি সে কথাও জানিয়ে দেয় উপস্থিত মানুষ ।  ভোট যত এগিয়ে আসছে শুভেন্দুকে ঘিরে রাজনৈতিক ময়দান সরগরম হচ্ছে ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।